দেশে এখন , গ্রামীণ কৃষি
কৃষি

কুষ্টিয়ায় পেঁয়াজের আবাদ বেড়েছে

গেল মৌসুমে ভালো দাম পাওয়ায় এবার পেঁয়াজের আবাদ বাড়িয়েছেন কুষ্টিয়ার কৃষকরা। কিন্তু জ্বালানি তেল, সার ও শ্রমিকদের মজুরি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ।

কুষ্টিয়ার খোকসা উপজেলার বিস্তীর্ণ মাঠে চলছে পেঁয়াজ রোপণ। গত বছর দাম ভালো পাওয়ায় এবার পেঁয়াজ চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। তাই সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রম দিচ্ছেন তারা।

গেল বছর ভেজাল বীজের কারণে রোপণের কিছু দিন পর মারা যাওয়ায় এ অঞ্চলের কৃষকরা তুলনামূলক কম ফলন পেয়েছিলেন। তবে বাজার ভালো থাকায় ক্ষতি পোষাতে বেগ পেতে হয়নি।

এবার পেঁয়াজ রোপণের ভরা মৌসুমে শ্রমিক, জ্বালানি তেল ও সারের বাড়তি দরে উৎপাদন খরচ বেড়েছে। তাই ব্যয় পুষিয়ে লাভ করা নিয়ে শঙ্কা কৃষকের।

চাষিরা বলেন, 'সামনে দাম ভালো পাইবে বলে মানুষ পেঁয়াজ বেশি লাগাচ্ছে। গতবার দাম ভালো ছিলো। সারের দাম বেশি, যদি পেঁয়াজের বাজার ভালো পাই তাইলে পোষাবে।'

এদিকে আমদানি নির্ভরতা কমানোর পাশাপাশি দেশে মসলাজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগের কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা। বলেন, 'ইতিমধ্যে প্রায় ৭০০ হেক্টর জমিতে পেঁয়াজ লাগানো হয়েছে। এই আবহাওয়া অনুকূলে থাকলে আশা করছি পেঁয়াজের ফলন বাম্পার হবে। মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি।'

চাষিদের লাভের পাশাপাশি পেঁয়াজের দাম ভোক্তার নাগালে রাখতে সুষম বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করবে সরকার, এমন প্রত্যাশা কুষ্টিয়াবাসীর।

এভিএস

এই সম্পর্কিত অন্যান্য খবর