সৈয়দপুর পৌরসভার মালী আসাদুল হক। পৌরসভার ছাদে গড়ে তুলেছেন ফুলের বাগান। যেখানে শোভা পাচ্ছে ১২০ প্রকারের প্রায় ২ হাজার ফুল গাছ।
রংপুর-বগুড়াসহ বিভিন্ন জায়গা থেকে ফুলের চারা সংগ্রহ করে মনের মত করে সাজিয়েছেন এই বাগান। নিয়মিত দু'বেলা পরিচর্যা করে সাজানো এই বাগানের কথা এখন পৌরসভাসহ আশপাশের এলাকার মানুষের মুখে মুখে।
৪৩ বছর ধরে ফুলবাগান নিয়েই কাজ করছেন পৌরসভায় মাস্টাররোলে কাজ করা এই মালী। ৩০০ টাকা থেকে শুরু করে তার বেতন এখন ১০ হাজার টাকা। নিজের পকেটের টাকা দিয়েই বেশিরভাগ সময় ফুলগাছ সংগ্রহ ও যত্ন করে থাকেন তিনি। ফুলের যত্ন নেয়ার পদ্ধতি, সংগ্রহ করার স্থান সব যেন তার নখদর্পণে। জানালেন বাগানের প্রকারভেদ ও আগামীর পরিকল্পনার কথাও।
সৈয়দপুর পৌরসভা মালী আসাদুল হক বলেন, ‘বাগানের চারা থেকে যখন ফুল ফুটে তখন আমার ভালো লাগে।’
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাও প্রথমবার এসে অভিভূত এই ফুল বাগানে। সৌন্দর্যের জন্য বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি মালীকে পুরস্কার দেয়ার ঘোষণা দেন প্রশাসক।
সৈয়দপুর পৌরসভা প্রশাসক মো: নুর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘এই ফুলের সমারোহ যেন সারা বছরব্যাপী থাকে এটার জন্য আমরা বাজেট বাড়ানোর চেষ্টা করবো। আসাদুল হক দীর্ঘদিন যাবত আমাদের এই পৌরসভায় আছে আগামী তার বেতন বাড়ানো যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করবো।’
এই ফুলের গাছগুলো শুধু যে সৌন্দর্যই বাড়াতেই নয়; এখান থেকে মধু সংগ্রহ করে আশপাশের গাছগুলোতে গড়ে উঠেছে মৌচাকও।