এখন জনপদে
0

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বো‌র্ডের নতুন চেয়ারম্যান

মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা এনডিসি পিএসসিকে সচিব পদমর্যাদায় ২ বছরের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার স্থলাভিষিক্ত হলেন।

আজ (সোমবার, ২০ জানুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপ‌নে এ নিয়োগ প্রদান করা হয়। মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপস‌চিব আবুল হায়াত মো. রফিক এতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ৬(২) ধারা অনুযায়ী মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা এনডিসি পিএসসিকে অন্য যে কোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ২ বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এর আগে শেখ হাসিনা সরকারের সময়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে দুই বছরের জন্য নিয়োগ পেয়ে দায়িত্ব পালন করছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা সুপ্রদীপ চাকমার। কিন্তু জুলাই বিপ্লবে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আগস্টে শপথ নেন সুপ্রদীপ চাকমা। এরপর থেকেই গত প্রায় সাড়ে পাঁচ মাস ধরে পদটি শূন্য হয়ে আছে।

এরমধ্যেই উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে পার্বত্য উপদেষ্টার পদত্যাগের বিষয়টির অস্পষ্টতা নিয়ে তৈরি হয় ধূম্রজাল। একইসাথে শূন্য পদে নতুন চেয়ারম্যান নিয়োগ ঝুলে থাকায় নীতিনির্ধারণী সিদ্ধান্তও থমকে যায়।

এতে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকাণ্ডের সবচেয়ে বড় প্রতিষ্ঠান উন্নয়ন বোর্ডের উন্নয়ন প্রকল্পসহ সার্বিক কর্মকাণ্ডেও স্থবিরতা দেখা দেয়। নানান জল্পনা-কল্পনার মধ্যেই প্রায় সাড়ে পাঁচ মাস পরে নতুন চেয়ারম্যান নিয়োগ দিল সরকার।

ইএ