দেশে এখন
0

৪৩তম বিসিএসে অনুপযুক্ত ২২৭ জন পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন: জনপ্রশাসন মন্ত্রণালয়

৪৩তম বিসিএসে স্বাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ছিল ৪০ জন এবং গোয়েন্দা প্রতিবেদনে সাময়িকভাবে অনুপযুক্ত হয়েছেন ২২৭ জন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই অনুপযুক্ত প্রার্থীদের যে কেউ চাইলে পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন এবং পুনর্বিবেচনার সুযোগ সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

আজ (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা থেকে সিনিয়র সহকারি সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৪৩তম বিসিএসে মোট সুপারিশকৃত প্রার্থী ২১৬৩ জন। এর মধ্যে গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় সাময়িকভাবে ২২৭ জন অনুপযুক্ত হয়েছেন। এছাড়া স্থাস্থ্য পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪০ জন।

জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত ২২৭ জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ সকলের জন্য উন্মুক্ত রয়েছে।

এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলন করেন ৪৩তম বিসিএসের প্রজ্ঞাপনে বাদ পড়া ২২২ জন চাকরিপ্রার্থী।

সেখানে তারা জানান, বাদ পড়া ২২২ জন চাকরিপ্রার্থীর নাম অন্তর্ভুক্তি করে আগামী ৫ জানুয়ারির মধ্যে নতুন প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে।

ইএ