দেশে এখন
0

সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ কর্ম কমিশনের ৬ সদস্যের নিয়োগ বাতিল

সরকারি কর্ম কমিশনে সদ্য নিয়োগ পাওয়া ৬ সদস্যের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ (সোমবার, ১৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা এ আদেশে নিয়োগ বাতিলের কারণ হিসেবে সদস্যরা শপথ গ্রহণ না করায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলা উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ২ জানুয়ারি সরকার পিএসসিতে এই ৬ জন সদস্য নিয়োগ দেয়। ৯ জানুয়ারি তাদের সঙ্গে নিয়োগ পাওয়া বাকি তিনজনের ব্যাপারে অভিযোগ ওঠায় জরুরি ভিত্তিতে তাদের শপথ গ্রহণ স্থগিত করা হয়। এরপরই আজ এই প্রজ্ঞাপন জারি করা হলো।

এএইচ