গতকাল (রোববার) রাত ৮টার দিকে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সাথে উদ্ভূত পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ। এতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে উত্তেজনা বিরাজ করছে। তবে মেয়েরা হলে থাকবে বলেও জানান অধ্যক্ষ।
এদিকে শ্রেণি কার্যক্রম বন্ধ থাকলেও পূর্বনির্ধারিত পরীক্ষা স্বাভাবিকভাবে চলবে বলেও কলেজ সূত্রে জানা গেছে।
জানা যায়, রোববার বিকেলে আনন্দমোহন কলেজে হলের সিট বরাদ্দ নিয়ে বৈঠকে হল ও হলের বাইরের শিক্ষার্থীদের নিয়ে বৈঠকে বসেন কলেজ অধ্যক্ষসহ শিক্ষকরা।
এসময় ছাত্রদের দুপক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া-সংঘর্ষ। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে হল সুপার শাহজাহান করিম জানান, হলের সিট নবায়ন নিয়ে হলে থাকা শিক্ষার্থীদের সঙ্গে হলের বাইরে থাকা শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।শিক্ষার্থীদের দুইটি পক্ষের মধ্যে এই ঘটনা ঘটেছে। বর্তমানে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম খান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিশৃঙ্খলা ঠেকাতে প্রশাসন সর্তক অবস্থানে রয়েছে।
আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ বলেন, ‘হলের সিট নবায়ন ইস্যুতে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে গণ্ডগোলের সূত্রপাত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কলেজ ৩ দিন এবং ছাত্রদের হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।’