আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) বেলা ৩টায় সিলেটের মোটর পার্টসের জন্য সুপরিচিত এম রহমান মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ শুরু করায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর হঠাৎ এম রহমান মার্কেটের টায়ারের দোকান থেকে ধোয়া উঠতে দেখা যায়। এরপর ধীরে ধীরে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকলে সিলেট ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট এবং দক্ষিণ সুরমার ১ টি ইউনিট একযোগে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা ওয়েল্ডিং মেশিনের ত্রুটিজনিত কারণে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তদন্ত সাপেক্ষে মূল ঘটনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানায় ফায়ার সার্ভিস