যে কারণে আরো নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এই দাবানল। এখন পর্যন্ত ইটন আর প্যালিসেডস ক্যালিফোর্নিয়ার ইতিহাসের দ্বিতীয় আর চতুর্থ ভয়াবহ দাবানল। দাবানলে জ্বলে পুড়ে গেছে ৬০ স্কয়ার মাইল এলাকা, যা প্যারিসের চেয়েও বড়।
দাবানল মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে দেশটির ফায়ার সার্ভিস। এই আগুনে এখন পর্যন্ত ২৫ জনের প্রাণ গেছে। প্যালিসেডস দাবানল ইস্যুতে এখন পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দক্ষিণাঞ্চলের আরও ৯০ বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন ৬৬ হাজার বাসিন্দা।