জানা গেছে, দুপুর ২টার পর আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে দুপুর ২টা ২৩ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এরপর নির্বাপণে যোগ দেয় ফায়ারের নতুন চার ইউনিট। আগুনের তীব্রতা বাড়তে থাকলে পরবর্তীতে ফায়ার সার্ভিসের আরো ৬টি ইউনিট যোগ দিয়েছে। তাদের সঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে এক প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিজিবি।
সংস্থাটি জানিয়েছে, হাজারীবাগে একটি ট্যানারির গুদামে অগ্নিকাণ্ডে উদ্ধার সহায়তায় কাজ করছে এক প্লাটুন বিজিবি।
তবে প্রাথমিকভাবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার ঘটনা জানা যায়নি। স্থানীয়রা জানিয়েছে, ভবনের ভেতরে কয়েকজন আটকাপড়ে আছে। তাদের উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। সাততলা ভবনের ৫ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- যেহেতু এটি লেদার গোডাউন তাই সেখানে কেমিক্যালের উপস্থিতি থাকতে পারে। তবে এই বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।