এখন জনপদে
0

কিশোরগঞ্জে ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যুর অভিযোগ, স্বজনদের বিক্ষোভ

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজনরা। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর অভিযুক্ত নার্সকে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ (বুধবার, ১৫ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে হার্নিয়া অপারেশনের জন্য প্রস্তুত হচ্ছিলেন কটিয়াদীর মল্লিক মিয়া ও নিকলী উপজেলার জহিরুল ইসলাম। কিছুক্ষণ পর একজন সিনিয়র স্টাফ নার্স তাদের অপারেশন থিয়েটারে না নিয়েই ওয়ার্ডেই অ্যানেস্থেসিয়া পুশ করেন। কিছু ক্ষণের মধ্যেই জ্ঞান হারান দুজন। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এমন মৃত্যুর খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্বজনরা। হাসপাতালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ভুল ইনজেকশনের কারণে এমন ঘটতে পারে বলে ধারণা করছেন তারা।

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ভারপ্রাপ্ত পরিচালক হেলিস রঞ্জন সরকার বলেন, ‘অ্যান্টিবায়োটিক ইনজেকশনের পরিবর্তে অজ্ঞান করার ইনজেকশন ভুলে দিয়ে দিয়েছে। আজ থেকে তার সকল সরকারি কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর পাশাপাশি নার্সিংয়ের ডিজি বরাবর একটি চিঠি দেয়া হবে, যাতে তার সর্বোচ্চ শাস্তি দেয়া যায়।’

এরই মধ্যে অভিযুক্ত নার্সকে অব্যাহতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে ৫ সদস্যের তদন্ত কমিটি।

এএম