এখন জনপদে
0

তিন পার্বত্য জেলায় বিক্ষোভ-সমাবেশ করেছে 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'

এনসিটিবির সামনে হামলার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় বিক্ষোভ, র‌্যালি, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করেছে 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'। সকালে রাঙামাটিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মিছিল করা হয়েছে। এ সময় সমাবেশে তারা বলেন, জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন তারা।

ঢাকায় মতিঝিলে এনসিটিবির সামনে 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ওপর হামলার ঘটনায় উত্তাল তিন পার্বত্য জেলা। হয়েছে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ সমাবেশসহ নানা কর্মসূচি। দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দেয়া হচ্ছে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি।

আজ (বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি) সকালে রাঙামাটির মারী স্টেডিয়ামের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'। এ সময় আয়োজিত সমাবেশে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে ৫ দফা দাবিতে স্মারকলিপি দেন তারা। যেখানে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা, আহতদের চিকিৎসা ব্যয়, পাঠ্যবই থেকে বাতিল করা গ্রাফিতি পুনর্বহাল ও আদিবাসীদের সঠিক ইতিহাস তুলে ধরা এবং সংবিধানে সকল আদিবাসী জনগোষ্ঠীর স্বীকৃতি দিতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়।

আজ সকালে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন উপজেলা থেকে আসা ছাত্র-জনতা। বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় জড়িতদের শাস্তি দাবি জানানো হয়।

এছাড়া বান্দরবানেও নানা কর্মসূচি পালন করে 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'। এর আগে বুধবার দুপুরে পাঠ্যপুস্তকে 'আদিবাসী' শব্দসংবলিত গ্রাফিতি ইস্যুকে ঘিরে 'সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতা'র ওপর হামলার অভিযোগ ওঠে 'স্টুডেন্ট ফর সভারেন্টি' নামের একটি সংগঠনের বিরুদ্ধে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

এএম