রাজনীতি
দেশে এখন
0

‘আন্তর্জাতিক সীমানা আইন না মেনেই ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে’

আন্তর্জাতিক সীমানা আইন না মেনেই ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এর প্রেক্ষিতে সীমান্তে ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদও জানান তিনি।

আজ (সোমবার, ১৩ জানুয়ারি) সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটো চালক দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা জানান।

অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘ভারত থেকে সুবিধা নেয়ার জন্য হাসিনা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে নো ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া দিতে দিয়েছিলো। সেবাদাস হয়ে কাজ করে ভারতের কাছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গৌরবকে পদদলিত করেছে ‘

এ সময় তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার হলেও ফ্যাসিবাদের দোসরদের অপসারণে বিপ্লবী সিদ্ধান্ত নিচ্ছে না। ফলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো ফ্যাসিবাদীদের প্রবল প্রতাপ রয়ে গেছে।’

এএইচ