বিদেশে এখন , এশিয়া
যুদ্ধ
0

আরও একটি শহরের নিয়ন্ত্রণ হারালো জান্তা

কয়েকটি সামরিক ঘাঁটি বিদ্রোহীদের দখলে

আরাকান আর্মির হাতে রাখাইনের আরেকটি শহরের নিয়ন্ত্রণ হারালো মিয়ানমার জান্তা বাহিনী। আরও কয়েকটি সামরিক ঘাঁটিও দখল করে নিয়েছে বিদ্রোহীরা।

স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী জানিয়েছে, দেশজুড়ে সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘবদ্ধ হামলায় রাথেডং শহরসহ রাখাইনের তিনটি সামরিক ঘাঁটি দখল করে আরাকান আর্মি।

দুই সপ্তাহের তীব্র সংঘর্ষের পর জান্তা বাহিনীর শেষ ২০০ সেনাও নদীপথে নৌকা নিয়ে পালিয়ে গেছে। এর আগ পর্যন্ত স্থল, জল ও আকাশপথে বোমাবর্ষণ করে বিদ্রোহীদের প্রতিরোধের চেষ্টা করে সেনাবাহিনী।

এছাড়া কাচিন প্রদেশ এবং বাগো ও সাগাইং অঞ্চলেও চলছে লড়াই। কাচিনের মোমক শহরেও সেনাবাহিনীর একটি ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি।