বুধবার (১৩ মার্চ) বিকেলে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির চলমান ৩৫০তম অধিবেশনে ফিলিস্তিন ভূখণ্ডে সঙ্কট-সম্পর্কিত আইএলও’র কাজের প্রতিবেদনের ওপর বাংলাদেশের পক্ষে এ কথা বলেন তিনি।
বক্তব্যে তোফাজ্জল হোসেন ফিলিস্তিনের নারী ও শিশুসহ নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর ইসরাইলি সশস্ত্র বাহিনীর গণহত্যার ঘটনায় বাংলাদেশের পক্ষে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং জনগণকে বিতাড়িত করার জন্য ইসরাইলের তীব্র নিন্দাও জানান তিনি। এসময় অবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তায় পূর্ণ ও বাধাহীন প্রবেশাধিকার দাবি করেন প্রধানমন্ত্রীর এ মুখ্যসচিব।
সভায় কর্মসংস্থানের অবকাঠামো নির্মাণ এবং নিহত ফিলিস্তিনি ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের সদস্যদের জন্য চাকরির ব্যবস্থা করার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে বাংলাদেশের স্বীকৃতি এবং ইসরাইলকে ফিলিস্তিনের অবৈধ দখলদার শক্তি হিসেবে চিহ্নিত করার কথাও বলেন তিনি।