আজ (সোমবার, ১১ নভেম্বর) রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে এসএমই ফাউন্ডেশন এবং জার্মান উন্নয়ন সংস্থা এফইএস, বাংলাদেশের উদ্যোগে চতুর্থ শিল্পবিপ্লবে এসএমই খাতের সুবিধা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে।
চতুর্থ শিল্প বিপ্লবের ফলে বাংলাদেশের তৈরি পোশাক খাতের ২৭ লাখ, ফার্নিচার খাতের প্রায় ১৪ লাখ, কৃষিপণ্য ও পর্যটন খাতের ৬ লাখ করে ১২ লাখ এবং চামড়া শিল্পের ১ লাখ কর্মী চাকরি হারাতে পারেন এমন তথ্য উঠে আসে গবেষণা পত্রে।
সেই সাথে বলা হয়, দক্ষ কর্মী এবং পর্যাপ্ত অবকাঠামো অভাবের কারণে সংকটে পড়তে পারে দেশের এসএমই খাতও।
এছাড়াও বলা হয় যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে এখনো পিছিয়ে দেশের এসএমই খাত। এসএমই সংশ্লিষ্টরা বলেন, এসব চ্যালেঞ্জ মোকাবেলায় দরকার সরকারের নতুন কৌশলপত্র ও নীতি সহায়তা।
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন কৌশলপত্র তৈরি হলে এসএমই খাতের পণ্য রপ্তানি, নতুন বিজনেস মডেল তৈরিসহ নতুন কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি হতে পারে।