টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকদের উচ্ছ্বাস

কক্সবাজারে পর্যটকদের উচ্ছ্বাস
কক্সবাজারে পর্যটকদের উচ্ছ্বাস | ছবি: এখন টিভি
0

টানা ৪ দিনের ছুটিতে কক্সবাজার ও কুয়াকাটায় উৎসবে মেতেছেন নানা বয়সী মানুষ। সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত উপেক্ষা করে অনেকেই নামছেন সৈকতের লোনা জলে। উৎসবকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছেন সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ। নিয়োজিত আছেন সৈকতের নিরাপত্তা কর্মীরা।

টানা ৪ দিনের ছুটিতে সকাল থেকেই কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে দর্শনাথীর ঢল। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাগরে নামেন নানা বয়সী মানুষ। আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সবাই।

দর্শনাথীরা জানান, তারা কক্সবাজার এসে সুন্দর সময় কাটাচ্ছেন। হালকা বৃষ্টি সমুদ্র সৈকতের পরিবেশ আরও মনোরম করেছে বলে জানান দর্শনাথীরা।

প্রতিমা বিসর্জন এ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। কাজ করছে সেনাবাহিনী ও র‍্যাবসহ পুলিশরা।

আরও পড়ুন:

একইভাবে, দুর্গাপুজার ছুটিতে লাখো পর্যটকের মিলন মেলায় পরিণত হয় সাগর কন্যা কুয়াকাটা। আবহাওয়ার সতর্ক সংকেত উপেক্ষা করেই অনেকে নামছেন সাগরে। নিন্মচাপের প্রভাবে ফুঁসে ওঠা লোনা জলে উল্লাসে মেতে ওঠেন সবাই।

কুয়াকাটার দুই শতাধিক হোটেল মোটেল ও রিসোর্টের রুম শতভাগ বুকিং রয়েছে। দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে শত কোটি টাকার বাণিজ্যের প্রত্যাশা ব্যবসায়ীদের।

এফএস