শুল্ক-যুদ্ধ

ট্রাম্পের আরোপিত শুল্কযুদ্ধ মার্কিন অর্থনীতিকেই গুরুতর ঝুঁকিতে ফেলবে!

ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের জবাবে প্রথম দফায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তিন হাজার কোটি ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ করছে কানাডা। ট্রাম্পের আরোপিত শুল্কযুদ্ধ মার্কিন অর্থনীতিকেই গুরুতর ঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করেছে মেক্সিকো। অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়ে প্রতিবেশিদের পর ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক যুদ্ধের মাধ্যমে বিশ্বকে বিভক্ত করছেন ট্রাম্প, অভিযোগ ইউরোপীয় নেতাদের।

শুল্কারোপের কথা থাকলেও নিজের অবস্থান পরিষ্কার করেনি ট্রাম্প

পহেলা ফেব্রুয়ারি থেকে কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্কারোপ কার্যকরের কথা থাকলেও এখনও নিজের অবস্থান পরিষ্কার করেননি ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে ৩১ জানুয়ারি রাতে। যদিও শুল্কারোপের আওতামুক্ত থাকতে পারে দুই দেশের জ্বালানি পণ্য। বিশ্লেষকদের দাবি, মার্কিন নাগরিকদেরই টানতে হবে বাড়তি শুল্কারোপের বোঝা।

শুল্ক যুদ্ধের শুরুতেই কলম্বিয়ার মাধ্যমে কড়া বার্তা ট্রাম্পের

শুরু হলো ডোনাল্ড ট্রাম্পের অধীনে শুল্ক যুদ্ধ। যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অভিবাসীদের বহনকারী ফ্লাইট প্রবেশে অস্বীকৃতি জানিয়েছে আঞ্চলিক প্রতিবেশি কলম্বিয়া। আর এতেই চটে যান প্রেসিডেন্ট। শাস্তি হিসেবে বেশ কিছু নিষেধাজ্ঞামূলক ব্যবস্থার পাশাপাশি কলম্বিয়ার ওপর মার্কিন রপ্তানি পণ্যে ২৫ শতাংশ শুল্কের বোঝা চাপালেও পরে তা প্রত্যাহার করে ওয়াশিংটন। পাল্টা শুল্ক আরোপের হুমকি দিলেও কলম্বিয়াও পরে অভিবাসীদের ফিরিয়ে নিতে সম্মতি দেয়। বিশেষজ্ঞরা বলছেন, কলম্বিয়ার মাধ্যমে পুরো লাতিন আমেরিকাকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প।