যুদ্ধবিরতির প্রস্তাব মেনে লেবানিজ সেনাদের সঙ্গে কাজ করবে হিজবুল্লাহ
ইসরাইলি মন্ত্রিসভার সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়ে লেবানিজ সেনাবাহিনীর সাথে একযোগে কাজ করার ঘোষণা দিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। শুক্রবার (২৯ নভেম্বর) টেলিভিশন বিবৃতিতে হিজবুল্লাহ প্রধান নিশ্চিত করেন, লেবাননের সশস্ত্র যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে শক্ত প্রতিরোধ ধরে রেখেছে, প্রয়োজনে প্রতিপক্ষকে জবাব দেয়া হবে। এদিকে, গেল শুক্রবার গাজায় ইসরাইলি অভিযানে অন্তত ১শ ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে। এছাড়া, ৭ দিনের ব্যবধানে অধিকৃত পশ্চিমতীরে নিহত হয়েছেন অন্তত ৯ জন।
রাফায় সেনা অভিযানের আশঙ্কা বাড়ছে
যুদ্ধবিরতি আলোচনার কোন অগ্রগতি না থাকায় রাফায় সেনা অভিযানের আশঙ্কা বাড়ছে। এর মধ্যেই সীমান্তের ক্রসিং, ইসরাইলি সেনাবাহিনী নিয়ন্ত্রণে নেয়ায় উপত্যকায় ত্রাণ সরবরাহ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
গাজায় ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরাইলের
গাজায় যুদ্ধবিরতি কার্যকরে চলছে জোর কূটনৈতিক প্রচেষ্টা। ৪০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব হামাসের গ্রহণ করা উচিত বলে মনে করছেন মার্কিন ও ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইসরাইলের ৫টি ব্যাটেলিয়নের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।