আপত্তি সত্ত্বেও ভারতে ‘এক দেশ এক ভোট’ বিল পাস
বিরোধী রাজনৈতিক দলগুলোর আপত্তি সত্ত্বেও ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় এক দেশ, এক ভোট সংক্রান্ত বিল পাস হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর) নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় বিলটি পাস হওয়ার পর সংসদে চলমান শীতকালীন অধিবেশনেই এটি পেশ করা হবে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুংকার দিয়ে বলেছেন, সংসদে এ সংক্রান্ত বিলটি তুলে ধরলে তীব্র প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস।
!['এক দেশ, এক নির্বাচন' বাস্তবায়নে তোড়জোড় মোদি সরকারের](https://images.ekhon.tv/INDIA ELECTION-2-320x180.webp)
'এক দেশ, এক নির্বাচন' বাস্তবায়নে তোড়জোড় মোদি সরকারের
কংগ্রেসসহ বেশ কয়েকটি বিরোধী দলের জোরালো আপত্তি সত্ত্বেও 'এক দেশ, এক নির্বাচন' ব্যবস্থা বাস্তবায়নে তোড়জোড় চালাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের পরও বিরোধিতা অব্যাহত থাকায়, শেষ পর্যন্ত কীভাবে এটি বাস্তবায়ন হবে তা দেখার অপেক্ষায় আছে ভারতবাসী। হাজারও শঙ্কার মধ্যেও বিজেপি জোর দিয়ে বলছে, চলতি সরকারের মেয়াদেই বাস্তবায়ন করা হবে 'এক দেশ, এক নির্বাচন' নীতি। যদিও এর জন্য সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সমর্থন এখনও জোগাড় করতে পারেনি ক্ষমতাসীনরা।