যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগেই ইসরাইলে হামলা চালাতে পারে ইরান!
৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ইসরাইলে হামলা চালাতে পারে ইরান। আবার নির্বাচনের আগেই সম্ভাবনা রয়েছে লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের। যদিও, ইসরাইলে হামলা না চালাতে ইরানকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। এদিকে লেবাননের সীমান্তবর্তী বালবেক অঞ্চলে আইডিএফের হামলায় নিহত কমপক্ষে ১৯ জন। বেইত লাহিয়েতে শতাধিক ফিলিস্তিনি নিহতের পরেও উপত্যকায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরাইল।