বাংলাদেশের জার্সিতে প্রবাসী খেলোয়াড়দের মাঠ মাতানো নতুন কিছু নয়। ফুটবলে এ রীতি চালু হয়েছে অনেক আগে থেকেই। জামাল ভূইয়া, হামজা চৌধুরী যার বড় উদাহরণ। ফুটবল ফেডারেশনের মতো অন্যান্য ফেডারেশনও ঝুঁকছে এমন সিদ্ধান্তে। এবার বাংলাদেশ বক্সিং ফেডারেশনও নিয়েছে এমন সিদ্ধান্ত।
বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস খান বলেন, ‘আপনারা জানেন যে একজন প্রবাসী মেয়ে, সে ইউরোপীয় ইউনিয়নে সম্প্রতি গোল্ড পেয়েছে। তার ধারাবাহিক আরও কিছু অর্জন রয়েছে। আগামীতে আমাদের সাফ গেম্স আছে, ওই উপলক্ষেই আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি।’
জিন্নাত ফেরদৌস বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের বক্সার। সম্প্রতি পর্তুগালে অনুষ্ঠিত ব্রাগা ওপেন আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় ৫০ কেজি ক্যাটাগরিতে জিতেছেন স্বর্ণ।
পোল্যান্ডে আন্তর্জাতিক মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে জিতেছেন ব্রোঞ্জ, যা ইউরোপে বাংলাদেশি বংশোদ্ভূত কোনো বক্সারের জন্য প্রথম। এছাড়া দক্ষিণ আফ্রিকায় নেলসন মেন্ডেলা আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় স্বর্ণ জিতেছিলেন জিন্নাত।
৩১তম জাতীয় সিনিয়র পুরুষ ও ৭ম জাতীয় মহিলা বক্সিং প্রতিযোগিতা শুরু হয়েছে। সারা দেশ থেকে ২৫৫ জন বক্সার অংশ নিচ্ছেন এখানে। যেখানে বাংলাদেশি মেয়ে বক্সারদের সঙ্গে লড়বেন জিন্নাত।
কুদ্দুস খান বলেন, ‘ও আসার পর আমাদের এখানে মেয়েদের সঙ্গে খেলবে। আশা করি আগামীতে ও ভালো করবে। তারপর আমরা সাফ গেম্সে তাকে অন্তর্ভুক্ত করবো।’
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বক্সারদের জন্য থাকা খাওয়া থেকে শুরু করে ফেডারেশন রেখেছে বিশেষ সুবিধা।
কুদ্দুস খান আরও বলেন, ‘তারা আসা যাওয়ার টিকিট এবং যাতায়াত ভাড়া পাবে। তাদের খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হবে।’
জাতীয় পর্যায়ের এমন আয়োজন থেকে ভালো বক্সার বেরিয়ে আসবে, বাংলাদেশ লড়বে আন্তর্জাতিক অঙ্গনে, ছিনিয়ে আনবে অর্জন— এমনটাই আশা ফেডারেশনের।





