প্যারিস অলিম্পিকে মেয়েদের বক্সিংয়ে ৬৬ কেজি ক্যাটাগরিতে স্বর্ণ জিতেন আলজেরিয়ান বক্সার ইমানে খেলিফ।
সে সময় খেলিফকে নিয়ে সন্দেহ প্রকাশ করেন একাধিক প্রতিযোগী। কিন্তু অলিম্পিক কর্তৃপক্ষ তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে বিষয়টি খতিয়ে দেখার প্রতিশ্রুতি দেয়।
এর প্রায় তিন মাস পর সেই বক্সারের মেডিক্যাল রিপোর্ট প্রকাশ করেছে ফরাসি গণমাধ্যম। যেখানে জানানো হয়, খেলিফ আসলে নারী নন, পুরুষ হয়েও অংশ নিয়েছেন নারী ক্যাটাগরিতে।
আর এতেই অলিম্পিক কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন উঠেছে। খেলিফের জেতা স্বর্ণ পদক ফেরত নেয়ার দাবিও তুলেছেন অ্যাথলেটরা।