বক্তৃতা, যুক্তি ও চিন্তার মেলবন্ধনে আয়োজিত এ জাতীয় প্রতিযোগিতার পাশাপাশি খুলনা বিভাগীয় আন্তঃস্কুল ও কলেজ পর্যায়ের কুইজ এবং বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে ২৪টি বিশ্ববিদ্যালয় ও শতাধিক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, ব্রজমোহন কলেজ বরিশাল, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ম্যানগ্রোভ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমীর কলেজ, খুলনা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর রানারসআপ হয় ঢাকা ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতায় ডিবেটার অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন আয়মান ফাইয়াজ, এবং ডিবেটার অব দ্য ফাইনাল হন আসিফ আলভি।
এদিকে কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন এস. এম. আসিফ ইকবাল (খুলনা জিলা স্কুল), দ্বিতীয় হন নুর এ আহমেদ শাহি (যশোর ক্যান্টনমেন্ট কলেজ), এবং তৃতীয় হন আবদুল্লাহ (খুলনা জিলা স্কুল)।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. শাহজাহান কবির, ছাত্র বিষয়ক পরিচালক ড. বি. এম. ইকরামুল হক এবং পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সরদার শরিফুল ইসলাম।
স্বাগত বক্তব্য দেন এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান ও খুলনা অঞ্চলের মডারেটর মো. তাকদিরুল গনি। সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান একেএম শোয়েব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনডিএফ বিডি’র যুগ্ম সম্পাদক বিলকিস বারী ও ভারপ্রাপ্ত পরিচালক তারিকুল ইসলাম তাজ। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লেকচারার সায়ান সাদিক ইশতি।
সার্বিক আয়োজনটি সমন্বয় করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের মহাসচিব আশিকুর রহমান আকাশ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিতর্ক উৎসবের মাধ্যমে নতুন প্রজন্মের তরুণরা যুক্তিনির্ভর সমাজ গঠনের ধারণায় উদ্বুদ্ধ হয়েছেন এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিকদের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগ, সহযোগিতা ও বন্ধুত্বের পরিবেশ গড়ে উঠেছে।





