অলিম্পিকে মেয়েদের হয়ে জিতেছেন স্বর্ণ পদক। তবে তিন মাস পর জানা গেল, স্বর্ণজয়ী সে বক্সার আসলে নারী নন। লিঙ্গ পরিচয় গোপন করে অংশ নিয়েছেন নারী ক্যাটাগরিতে। এ নিয়ে চলছে নানা মহলে বিতর্ক।