গ্র্যান্ড স্লামের চারটি টুর্নামেন্টের মধ্যে ইউএস ওপেনই প্রতিবছর কোর্টে গড়ানো একমাত্র টুর্নামেন্ট। বছরের শেষ আসর শুরু হতে আর বাকি নেই খুব বেশি সময়। এর আগে চমক দেখিয়ে বিশাল অঙ্কের প্রাইজমানি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গেলো আসরের তুলনায় ১৫ শতাংশ বৃদ্ধিতে এবারের ইউএস ওপেনের প্রাইজমানিতে হয়েছে ইতিহাস। সাড়ে ৬ কোটি থেকে এক লাফে সাড়ে ৭ কোটি ডলার করা হয়েছে পুরো টুর্নামেন্টের অর্থ পুরস্কার।
পুরুষ এবং নারী এককের চ্যাম্পিয়নদের প্রাইজমানিতে বাড়ানো হয়েছে বিপুল পরিমাণ অর্থ। ২০২৩ সালের টুর্নামেন্ট থেকে ২০ শতাংশ বৃদ্ধিতে প্রাইজমানি হয়েছে ৩৬ লাখ মার্কিন ডলার।
শুধু চ্যাম্পিয়ন বা রানার্স আপ নয়, কোয়ালিফাই করে টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ওঠা প্রতিযোগীরা পাচ্ছেন বিপুল পরিমাণ অর্থ। এক লাখ মার্কিন ডলার পুরস্কার হিসেবে ঝুলিতে জমানোর সুযোগ পাচ্ছেন টেনিস খেলোয়াড়রা, যা আগের বারের তুলনায় ২৩ শতাংশ বেশি। প্রায় দেড়শ বছরের দীর্ঘ ইতিহাসের টুর্নামেন্টে এবারই প্রথম লাখ টাকার ঘর ছুঁয়েছে প্রথম রাউন্ডের প্রাইজমানি।
এছাড়া দ্বৈত এবং টুর্নামেন্টের মিশ্র দ্বৈত ইভেন্টের জন্য কোর্টে নামা খেলোয়াড়দের প্রাইজমানিও বেড়েছে আশানুরুপভাবে।