অন্য সব খেলা
এখন মাঠে
0

পোল ভল্টে বিশ্বরেকর্ড সুইডিশ ভল্টার মোন্দোর

ছেলেদের পোল ভল্টে সুইডিশ পোল ভল্টার ডুপ্লান্টিস মোন্দো বিশ্বরেকর্ড করেছে। ৬.২৫ উচ্চতা পেরিয়ে প্যারিস অলিম্পিকে এই রেকর্ড গড়েন তিনি।

রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য, ক্রীড়াঙ্গনে কথাটি বহুল প্রচলিত। কেউ রেকর্ড গড়বেন কেউ ভাঙবেন, এটাই প্রচলিত প্রথা। কিন্তু কেউ যদি নয়বার বিশ্বরেকর্ড ভাঙেন! তাও আবার অলিম্পিকের মতো বড় ইভেন্টে, সেটা নিঃসন্দেহে চমকে যাবার মত বিষয়।

প্যারিস অলিম্পিকে এই অবিশ্বাস্য কীর্তিটাই গড়েছেন মার্কিন বংশোদ্ভুত সুইডিশ পোল ভল্টার ডুপ্লান্টিস মোন্দো। ৬ দশমিক ১০ মিটার উচ্চতা পেরিয়ে অলিম্পিক স্বর্ণ নিশ্চিত করার পর তার নজর ব্যক্তিগত লক্ষ্যের দিকে। নিজেরই গড়া আগের ৬.২৪ মিটারের বিশ্বরেকর্ড ভেঙে স্বর্ণ জয়ের দিনে গড়েন নতুন বিশ্বরেকর্ড।

এবারসহ টানা দুই অলিম্পিকে স্বর্ণ জিতলেন মোন্দো । এর আগে আটবার বিশ্বরেকর্ড গড়লেও প্যারিস অলিম্পিকে নিজের কীর্তিটাকেই হয়ত বিশেষ মানবেন এই সুইডিস ভল্টার। অলিম্পিকে খেলা যেখানে সবার স্বপ্ন, সেখানে এমন প্রতিযোগিতামূলক ইভেন্টে দুর্দান্ত রেকর্ড নিংসন্দেহে বিশেষ কিছু।

পোল ভল্টের কোর্টে ইতিহাস গড়ার পর জয়ের উল্লাসে ফেটে পড়েন এই সুইডিশ অ্যাথলেট। এমন অর্জনের পর উচ্ছ্বসিত ডুপ্লান্টিস বলেছেন, নিজের কীর্তিটা নিজের কাছেই অবিশ্বাস্য লাগছে।

১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা ডুপ্লান্টিস মায়ের সূত্রে সুইডিশ নাগরিকত্ব লাভ করেন। অলিম্পিকেও তিনি মায়ের দেশ সুইডেনের হয়েই প্রতিনিধিত্ব করেছেন এবং গড়েছেন ঘোর না ভাঙার মতো কীর্তি।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর