অন্য সব খেলা
এখন মাঠে
0

বাংলাদেশের কাবাডিকে ঢেলে সাজানোর উদ্যোগ ফেডারেশনের

বাংলাদেশের কাবাডিকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বলে দাবি কাবাডি ফেডারেশনের। নতুন বছরে ফ্র্যাঞ্চাইজিসহ আরও ১৪ টি টুর্নামেন্ট করার পরিকল্পনার কথা জানান সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।

বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। একসময় গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিশে থাকা এ খেলা এখন অনেকটাই চোখের আড়ালে। প্রযুক্তির উচ্চ ব্যবহারে বেড়ে উঠা বর্তমান প্রজন্ম অনেকে হয়তো জানেই না এ খেলার নিয়ম কিংবা সংস্কৃতি সম্পর্কে।

খেলাটি জাতীয় খেলা হিসেবে স্বীকৃতি পেলেও ক্রিকেট, ফুটবলের জনপ্রিয়তার আড়ালে এখন অনেকটাই নিষ্প্রভ। তবে বর্তমান কাবাডি ফেডারেশন কর্তারা নতুনভাবে ঢেলে সাজাতে চান গ্রাম বাংলার ঐতিহ্যের সাথে মিশে থাকাটা এই খেলাটি।

কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, 'আমাদের কাবাডিকে আবার নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গত তিন বছর আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি কাপ সাফল্যের সাথে আয়োজন করেছি।'

শুধু গ্রাম বাংলার মধ্যে সীমাবদ্ধ না রেখে শহর পর্যায়েও কাবাডির বিস্তৃতি করতে চায় ফেডারেশন কর্তারা। টানা তিন বছর আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের পাশাপাশি নতুন বছরে ভারতের প্রো কাবাডি লিগের আদলে এ দেশেও ফ্র্যাঞ্চাইজি আয়োজনের পরিকল্পনার কথা জানান সাধারণ সম্পাদক।

তিনি বলেন, 'আমরা বাংলাদেশে আমাদের জাতীয় খেলা কাবাডি নারীদের জন্য ফ্রাঞ্চাইজি লিগ করেছি এবং তা সফলতার সাথে সম্পন্ন হয়েছে। ছয়টি দল নিয়ে পুরুষদেরও লিগ করতে চাই।'

সরকারি পৃষ্ঠপোষকতা ও কাবাডি ফেডারেশনের সক্রিয় উদ্যোগই জাতীয় খেলাকে আবারও মেলে ধরতে পারে নতুন প্রজন্মের সামনে। না হলে একসময় হয়তো এদেশের কাবাডিকে পাওয়া যাবে শুধুমাত্র স্মৃতির পাতায়। তাই, কার্যকর পদক্ষেপে আবারও ঐতিহ্য ফেরানোর আশ্বাস ফেডারেশনের।

এসএস