মুশফিকের ১০০-তে ১০০

১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে মুশফিকই মাত্র ১১তম ব্যাটার
১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে মুশফিকই মাত্র ১১তম ব্যাটার | ছবি: বিসিবি
0

ক্যারিয়ারের মাইলফলক শততম টেস্ট ম্যাচটি স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। গতকাল (বুধবার, ১৯ নভেম্বর) ঢাকা টেস্টের প্রথম দিনে ৯৯ রানে অপরাজিত থাকা এই ব্যাটার আজ (বৃহস্পতিবার, ২০ নভেম্বর) সকালে তুলে নিলেন দুর্দান্ত সেঞ্চুরি। ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দিনের শুরু করে বাংলাদেশ। প্রথম ওভারটি সতর্কভাবে খেলেন মুশফিক, তবে পরের ওভারেই ইতিহাস গড়া মুহূর্তটি স্পর্শ করেন তিনি। ১৯৫ বল খেলেই তুলে নেন ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরি, যেখানে ছিল মাত্র ৫টি চার।

১৪৭ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে মুশফিকই মাত্র ১১তম ব্যাটার, যিনি নিজের শততম টেস্টে সেঞ্চুরি করলেন। এই কীর্তির সূচনা হয়েছিল ১৯৬৮ সালে ইংল্যান্ডের কলিন কাউড্রের মাধ্যমে। এরপর পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ, অ্যালেক স্টুয়ার্ট, ইনজামাম-উল-হক, কার্টলি গ্রিনিজ, রিকি পন্টিং, গ্রায়েম স্মিথ, হাশিম আমলা, জো রুট ও ডেভিড ওয়ার্নার যুক্ত হন এই সম্মানজনক তালিকায়।

তালিকার সবচেয়ে অনন্য কীর্তিটি অবশ্য রিকি পন্টিংয়ের—২০০৬ সালে শততম টেস্টে দুই ইনিংসেই করেছিলেন সেঞ্চুরি। শততম টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডটি জো রুটের—চেন্নাইয়ে ভারতের বিপক্ষে তার ২১৮ রানের ইনিংস।

২০২২ সালে ডেভিড ওয়ার্নার ২০০ রানের ইনিংস খেলে এই তালিকার সর্বশেষ সদস্য হয়েছিলেন। আর আজ এই অভিজাত অধ্যায়ে নতুন নাম যোগ করলেন বাংলাদেশের মুশফিকুর রহিম।

এনএইচ