আফ্রিকান কাপ অব নেশন্সে জয় নিয়ে রাউন্ড অব সিক্সটিনে চার দল

আফ্রিকান কাপ অফ নেশন্সের ট্রফি
আফ্রিকান কাপ অফ নেশন্সের ট্রফি | ছবি: সংগৃহীত
0

আফ্রিকান কাপ অব নেশন্সের ম্যাচে জয় পেয়েছে আলজেরিয়া, বুরকিনা ফাসো, আইভরি কোস্ট ও ক্যামেরুন। এর মাধ্যমে চারটি দলই রাউন্ড অব সিক্সটিনে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

মরক্কোতে চলমান টুর্নামেন্টে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে গিনির বিপক্ষে নেমেছিল আলজেরিয়া। ম্যাচে ৩-১ ব্যবধানে জয় পায় দলটি। ই-গ্রুপের অপর ম্যাচে বুরকিনা ফাসোর কাছে ২-০ গোলে হেরেছে সুদান। এতে বুরকিনা সরাসরি পরের রাউন্ড নিশ্চিত করে।

আরও পড়ুন:

অন্যদিকে ম্যাচ হারলেও তৃতীয় হওয়া দলগুলোর মাঝে সেরা চারে থেকে শেষ ষোলোতে উঠেছে সুদান। এফ-গ্রুপের ম্যাচে গ্যাবনকে ৩-২ ব্যবধানে হারিয়েছে আইভরি কোস্ট। মোজাম্বিককে ২-১ গোলে হারিয়ে ক্যামেরুনও পরের রাউন্ডে উঠেছে।

অন্যদিকে সুদানের সঙ্গে সেরা চার তৃতীয় দলের একটি হয়ে রাউন্ড অব সিক্সটিনে উত্তীর্ণ হয়েছে মোজাম্বিক। আগামী ৩ জানুয়ারি শুরু হবে শেষ ষোলোর খেলা।

এফএস