ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই বাড়তি কিছু। ফুটবলে অনেকেই দক্ষিণ এশিয়ার এল-ক্লাসিকো বলে থাকেন দুই দেশের এ দ্বৈরথকে। তেমনই একটি ম্যাচের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাঠ ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী (মঙ্গলবার, ১৮ নভেম্বর) ভারতের বিপক্ষে মাঠে নামছে হামজা-জামাল ভূঁইয়ারা।
আগেই বাংলাদেশ এশিয়ান কাপ বাছাই থেকে ছিটকে গেছে। তাই এ ম্যাচে বাংলাদেশের হারানোর কিছু নেই। ঘরের মাঠে ভারতকে হারের স্বাদ দেয়াই হবে বড় অর্জন- মনে করেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি।
বাংলাদেশ ফুটবল দলের সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি বলেন, ‘আমাদের এ ম্যাচকে টার্গেট করা উচিত। এ ম্যাচ জেতার জন্য যা যা করা দরকার করতে হবে। টিম ম্যানেজমেন্ট, প্লেয়ার্স অফিসিয়াল সবার মেইন প্ল্যান থাকবে কিভাবে ম্যাচটি জেতা যায়। কারণ অর্জন হিসেবে আপনার কাছে কিছুই নেই। তাই এ ম্যাচ জিততে পারলেই অর্জন হিসেবে থেকে যাবে।’
আরও পড়ুন:
শেষ ম্যাচগুলো বাংলাদেশ দল হিসেবে ভালো খেলেছে। তবে ফলাফল পক্ষে না থাকায় কিছুটা আক্ষেপ আছে সাবেক এ ফুটবলারের। তার মতে, হামজা-শোমিতদের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না প্রধান কোচ কাবরেরা। স্প্যানিশ এ কোচের এখানেই শেষ দেখছেন এমিলি।
জাহিদ হাসান এমিলি আরও বলেন, ‘এ ম্যাচের পর কাবরেরার চিন্তা বাদ দিয়ে আমার মনে হয় হাই প্রোফাইল কোচ, যারা এ দলের অনুযায়ী কাজ করতে পারবে তাদের নেয়া উচিত। আমরা শেষের দিকে জেতা ম্যাচগুলো হেরে যাই। আমার মনে হয় শেষের দিকে আমাদের ফিজিক্যাল স্ট্রেন্থ হারিয়ে যায়।’
ফরোয়ার্ডরা গোল পাচ্ছে না। যে কাজটা অনেকাংশেই করে দিচ্ছেন হামজা চৌধুরী। তার গোল পাওয়া ইতিবাচক হিসেবেই দেখছেন সাবেক এই ফুটবলার।
এমিলি বলেন, ‘আমাদের বেসিক্যালি ফরওয়ার্ড নেই। হামজা যেহেতু ক্লিক করে ফেলেছে অ্যাটাক করে, এভাবেই আমাদের প্ল্যানিং করতে হবে। হামজা চার ম্যাচে ছয় গোল করে ফেলেছে। হামজাকে কেন্দ্র করেই অ্যাটাকিং প্ল্যানগুলো সাজানো উচিত।’
ফুটবলাররা মানসিক দৃঢ়তা ধরে রাখতে পারলে ভারতের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে না বলে মনে করেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক এই অধিনায়ক। তবে, এই ম্যাচে বাংলাদেশ কেমন কৌশলে নামবে সেটিই এখন দেখার বিষয়।





