সেনেগালের বিপক্ষে ২-০ গোলে জয় ব্রাজিলের

ব্রাজিল ফুটবল দল
ব্রাজিল ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

আগের দুই দেখায় জয় পাওয়া হয়নি। তবে তৃতীয়বারে এসে ঠিকই সেনেগালের বিপক্ষে জয়ের স্বাদ পেল ব্রাজিল। আফ্রিকান দেশটিকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দুই দল। ব্রাজিল গোলের জন্য ১৪টি ও সেনেগাল ১১টি শট নেয়। ম্যাচের শুরুরদিকে ম্যাথিয়াস কুনহার দুটি শট পোস্টে লাগে।

২৮ মিনিটে ক্যাসেমিরোর থ্রু পাস প্রতিপক্ষের পায়ে লেগে এস্তেভাওয়ের কাছে আসে। ডি বক্সে সুবিধাজনক পজিশনে থাকা ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সহজেই বল জালে জড়ান।

আরও পড়ুন:

প্রীতি ম্যাচ হলেও খেলায় উত্তেজনার অভাব ছিল না। বেশ কয়েকবার বাকবিতণ্ডায় জড়ান দুই দলের ফুটবলাররা।

৩৫ মিনিটে ফ্রি কিক থেকে ক্যাসেমিরোর গোলে লিড ডাবল করে ব্রাজিল।

শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সেলেসাওরা। আগামী মঙ্গলবার তিউনিসিয়ার বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

সেজু