বেটিং অ্যাকাউন্ট থাকায় ১৪৯ জনকে বরখাস্ত করলো তুর্কির ফুটবল ফেডারেশন

তুর্কি ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাসিওসমানোগলু
তুর্কি ফুটবল ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হাসিওসমানোগলু | ছবি: সংগৃহীত
0

নিজেদের নামে বেটিং অ্যাকাউন্ট থাকায় ১৪৯ জন রেফারী ও সহকারী রেফারিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে তুর্কি ফুটবল ফেডারেশন। অপরাধের মাত্রা অনুযায়ী বেটিংয়ে জড়িত থাকার কারণে ৮ থেকে ১২ মাসের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সেসব ম্যাচ অফিসিয়ালদের। পাশাপাশি তিনজনের বিরুদ্ধে এখনও তদন্ত করছে দেশটির ফুটবল ফেডারেশন।

দেশটির ফুটবল সংস্থা টিএএফ জানিয়েছে, ৫ বছর ধরে চলে আসছে এ তদন্ত কার্যক্রম। যেখানে ৫৭১ জন অফিসিয়ালদের মধ্যে ৩৭১ জনের নামেই বেটিং অ্যাকাউন্ট পাওয়া গেছে। যার মধ্যে ১৫২ জন ম্যাচ অফিসিয়াল নিয়মিত জুয়া খেলছেন।

আরও পড়ুন:

এদের মধ্যে গুটিকয়েক রেফারি একবারের বেশি বাজি ধরেননি তবে ৪২ জন ১ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। অভিযুক্তদের মধ্যে ১ জন অফিসিয়াল বাজি ধরেছেন ১৮ হাজার ২২৭ বার।

এফএস