‘এল ক্লাসিকো’ নিছক এক ফুটবল ম্যাচের বাইরেও এক ঐতিহাসিক বিরোধের প্রতিকৃতি। স্প্যানিশ বনাম কাতালান জাতিস্বত্তার লড়াই, কাতালুনিয়ার স্বাধীনতা সংগ্রাম কিংবা স্প্যানিশ জাতিকে টিকিয়ে রাখা, ফুটবল মাঠের বাইরেও রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার দ্বৈরথ হাজির হয় আলাদা এক উন্মাদনা নিয়ে। সান্তিয়াগো বার্নাব্যুতে এ ম্যাচটা তাই ৯০ মিনিটের লড়াইয়ের চেয়েও বেশি কিছু।
স্প্যানিশ ফুটবলের দুই জায়ান্ট রিয়াল এবং বার্সা এর আগে ২৬১ ম্যাচে একে অন্যের মুখোমুখি হয়েছে। তাতে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের জয়ের পাল্লা ভারি, এসেছে ১০৬ ম্যাচে জয়।
অন্যদিকে বার্সার জয় ১০৪ ম্যাচে। বাকি ৫১ ম্যাচের ফল ড্র। এছাড়া গোল করার বিবেচনাতেও এগিয়ে রিয়ালই। বার্সেলোনার ৪৩৫ গোলের বিপরীতে তাদের গোল সংখ্যা ৪৪৩।
অবশ্য সবশেষ মৌসুমে রিয়াল দেখেছে বড় রকমের ভরাডুবি। টানা ৫ ম্যাচ হেরেছে লস ব্লাঙ্কোসরা। বার্সা এসময় দিয়েছে ১৮ গোল। হজম করেছে ৮ গোল।
আরও পড়ুন:
দুই দলের লড়াইয়ের মাঝে অন্য এক লড়াইও জায়গা করে নিয়েছে। হালের দুই সেনসেশন কিলিয়ান এমবাপ্পে এবং লামিনে ইয়ামালের দ্বৈরথ এবারও থাকবে স্পটলাইটে।
চলতি মৌসুমে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের ১২ গোলে অবদান রেখেছেন এমবাপে। লা লিগায় শীর্ষ গোলদাতাও তিনি। আর ৫ ম্যাচেই লিগে ৬ গোলে অবদান রেখেছেন লামিনে ইয়ামাল। দুজনের গেল মৌসুমে ক্লাসিকো পারফরম্যান্সও ছিল ঈর্ষণীয়। চার ক্লাসিকোতে ৫ গোল ছিল এমবাপ্পের। আর ইয়ামাল করেছেন ৩ গোল।
সবশেষ মৌসুমে বার্সার ক্লাসিকো আধিপত্যে বড় অবদান ছিল রাফিনহার। ৫ গোল এসেছিল তার পা থেকে। তবে ইনজুরিতে এবারের ক্লাসিকো মিস করছেন তিনি। বার্সা স্কোয়াডে আরও থাকছেন না দানি ওলমো, পাবলো গাভি, রবার্ট লেওয়ানডস্কি, এরিক গার্সিয়ার মতো তারকারা।
সেইসঙ্গে যুক্ত হয়েছে গেলো ম্যাচে লাল কার্ডের সুবাদে কোচ হ্যান্সি ফ্লিকের মাঠে সাসপেনশন। বিপরীতে রিয়াল মিস করবে তাদের রক্ষণ তারকা অ্যান্তোনিও রুডিগারকে।
পয়েন্ট টেবিল আর সাম্প্রতিক ফর্ম আস্থা যোগান দেবে রিয়াল মাদ্রিদকে। বার্সেলোনা আত্মবিশ্বাসী থাকবে গেলো মৌসুমের সুখস্মৃতির কল্যাণে। তবে কে হাসবে শেষ হাসি, সেটার নিষ্পত্তি হবে কেবল সান্তিয়াগো বার্নাব্যুর সবুজ গালিচায় ক্লাসিকোর শেষে।





