অ্যাশেজে পেস বোলিং সহায়ক পিচ আশা করছেন ট্রাভিস হেড

ট্রাভিস হেড; ব্রিসবেনের পিচ
ট্রাভিস হেড; ব্রিসবেনের পিচ | ছবি: সংগৃহীত
0

২০২১-২২ সালের অ্যাশেজের মতো এবারও একই রকম শক্ত ও পেস সহায়ক পিচ আশা করছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্রাভিস হেড। সেবার অজিদের মধ্যে দুর্দান্ত ছিলেন হেড, হয়েছিলেন সিরিজের সেরা খেলোয়াড়।

২০২১-২২ সালের অ্যাশেজে ট্রাভিস হেড ব্রিসবেন ও হোবার্টের মতো শক্ত পিচে পেয়েছিলেন দুটি সেঞ্চুরির দেখা। শেষ কিছু বছর ধরে টেস্টেও পেস বোলিং নির্ভর পিচ তৈরি হয় অস্ট্রেলিয়ায়। আসছে অ্যাশেজেও সিম সহায়ক পিচ হবে কি না তা নিয়ে চলছে আলোচনা।

আরও পড়ুন:

শেষ চার গ্রীষ্মে অজি ব্যাটারদের মধ্যে প্রায় সবাই কঠিন সময় পার করলেও ব্যতিক্রমী ছিলেন ট্রাভিস হেড। তিনিও চান ব্যাটার নির্ভর নয় বরং পেস বোলাররা যাতে বাড়তি সুবিধা পান পিচে। এরকম পিচেই ব্যাট করা উপভোগ করেন এ অজি ব্যাটার।

এসএইচ