গোল দিয়েই মেসির প্রত্যাবর্তন
চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। এ কারণে আর্জেন্টিনার হয়ে দুইটি প্রীতি ম্যাচ ও চার ম্যাচে ইন্টার মিয়ামির জার্সিতে মাঠে নামতে পারেননি আর্জেন্টাইন জাদুকর। তবে চোট কাটিয়ে আজ মাঠে ফিরেছেন বিশ্বকাপ জয়ী এ মহাতারকা। মাঠে ফিরেই কলোরাডোর বিপক্ষে লিগ ম্যাচে দুর্দান্ত এক গোলও করেছেন তিনি। কিন্তু দারুণ প্রত্যাবর্তনের দিনেও দলকে জেতাতে পারেননি তিনি।