ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে য়্যুভেন্তাসকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। চলতি আসরে এখন পর্যন্ত দুই ম্যাচের দুটিতেই জিতেছে রিয়াল মাদ্রিদ।
আরও পড়ুন:
অন্যদিকে উভয় ম্যাচে ড্র করেছে য়্যুভেন্তাস। আলিয়াঞ্জ অ্যারেনায় ক্লাব ব্রুজের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। রিয়াল ও বায়ার্ন দুই দলের সামনেই আছে গোল ব্যবধান বাড়িয়ে টেবিলের শীর্ষে ওঠার সুযোগ।
চেলসির প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানীর দল আয়াক্স। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে খেলতে যাবে লিভারপুল। সাম্প্রতিক সময়ে লিগে বাজে সময় কাটাতে থাকা অলরেডরা এ ম্যাচে জয়ের দেখা পেতে চাইবে। এএস মোনাকোর বিপক্ষে নামবে টটেনহ্যাম হটস্পার।





