ম্যানইউয়ের ঘুরে দাঁড়ানোর বার্তা; কষ্টার্জিত জয়ে টেবিল-টপার রিয়াল

ইউরোপিয়ান ক্লাব ফুটবল

ভিন্ন লিগের ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড
ভিন্ন লিগের ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড | ছবি: সংগৃহীত
0

ইউরোপিয়ান ফুটবলে ঘুরে দাঁড়ানোর বার্তা দিচ্ছে ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ম্যাচে লিভারপুলের ঘরের মাঠে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে ফিরেছে দলটি। অন্যদিকে ৯ জনের হেতাফের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

ধীরে ধীরে সেই পুরোনো ছন্দে ফিরতে শুরু করেছে রুবেন আমোরিমের দল। গতকাল (রোববার, ১৯ অক্টোবর) দিবাগত রাতের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের বিপক্ষে জয় পেয়েছে রেড ডেভিলরা। 

এই জয়ে ২০১৬ সালের জানুয়ারির পর লিভারপুলের ঘরের মাঠে (অ্যানফিল্ড) প্রথম কোনো জয় পেলো ম্যানেচস্টার ইউনাইটেড।

ম্যাচের ৮৪ মিনিটে জয়সূচক গোলটি করেন ইউনাইটেডের হ্যারি ম্যাগুয়ের। এটি প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় জয়ের দেখা পেলো ম্যানইউ। 

অন্যদিকে টানা তিন ম্যাচে হেরে ৪ পয়েন্টের ব্যবধানে টেবিলের তিনে নেমে গেছে লিভারপুল। এক নম্বরে অবস্থান করছে আর্সেনাল এবং দুইয়ে ম্যানচেস্টার সিটি।

আরও পড়ুন:

ম্যাচের দ্বিতীয় মিনিটেই ব্রায়ান এমবুমোর গোলে লিড নেয় ইউনাইটেড। বিরতির পর ম্যাচের ৭৮ মিনিটে কোডি গ্যাকপোর গোলে সমতায় ফেরে অল রেডরা। তবে শেষ পর্যন্ত আর সমতা ধরে রাখতে পারেনি লিভারপুল। ২-১ গোলের হার সঙ্গি হয় আর্নে স্লটের শিষ্যদের।

এদিকে গতকাল (রোববার, ১৯ অক্টোবর) দিবাগত রাতে লা লিগায় মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। হেতাফের মাঠে এদিন আতিথ্য নিয়েছে লস ব্ল্যাঙ্কোসরা। এ ম্যাচে ১-০ গোলের জয় স্বস্তি এনে দিয়েছে ভক্তদের। হেতাফেকে হারিয়ে ৯ ম্যাচ শেষে আবারো লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেলো জাবি আলোনসোর শিষ্যরা।

ম্যাচটিতে জিততে অবশ্য বেশ বেগ পেতে হয়েছে রিয়ালকে। প্রথমার্ধে হেতাফের রক্ষণ ভেদ করতে পারেনি রিয়াল। পরে ম্যাচের ৭৭ মিনিটে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় হেতাফে। 

এরপর ৮০ মিনিটে রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। 

৮৪ মিনিটে ফের হেতাফের আরেকজন খেলোয়াড় অ্যালেক্স সানিক্রিস লালকার্ড দেখলে ৯ জনে পরিণত হয় দলটি। তবে আর গোল না করতে পারলে ১-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে মাদ্রিদ।

এসএইচ