অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন মরক্কো

মরক্কো-আর্জেন্টিনা ম্যাচের একটি মুহূর্ত
মরক্কো-আর্জেন্টিনা ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতলো মরক্কো। যার মাধ্যমে বয়সভিত্তিকে প্রথম কোনো বিশ্বকাপের শিরোপা ঘরে তুললো আফ্রিকার এ দেশটি। বাংলাদেশ সময় আজ (সোমবার, ২০ অক্টোবর) সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল জুলিও মার্টিনেজে মুখোমুখি হয় দু'দল।

চিলির জাতীয় স্টেডিয়াম জুলিও মার্টিনেজ প্রাদানোসে এদিন প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় মরক্কো। ম্যাচের ১২ ও ২৯ মিনিটে জোড়া গোল করেন পর্তুগালের লিগে খেলা ইয়াসির জাবিরী। বিরতির পর ফিরে চেষ্টা চালালেও গোল শোধ করতে ব্যর্থ হয় আর্জেন্টিনার তরুণরা।

আরও পড়ুন:

যদিও পুরো ম্যাচে বল পজিশন থেকে শুরু করে সবদিক থেকেই এগিয়ে ছিল আলবিসেলেস্তেরা। এ হারের মাধ্যমে বয়সভিত্তিক এ আসরটিতে সপ্তমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন থেকে বঞ্চিত হলো আর্জেন্টিনা।

ইএ