লা লিগায় এই মুহূর্তে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে জয় পেলেই টেবিল টপার বার্সেলোনাকে টপকে শীর্ষে যাবে রিয়াল।
পরের সপ্তাহে বার্সেলোনার বিপক্ষে প্রেস্টিজিয়াস এল-ক্লাসিকোর লড়াইয়ের আগে হেতাফেকে হারানো বাড়তি অনুপ্রেরণা জোগাবে মাদ্রিদ শিবিরে।
আরও পড়ুন:
তবে দলে ৬ ডিফেন্ডারের ইনজুরি কিছুটা হলেও দুশ্চিন্তায় ফেলতে পারে রিয়াল মাদ্রিদের কোচ জাবি আলোনসোকে। যদিও হেতাফের বিপক্ষে ২০২২ সালের পর থেকে কখনোই হারতে হয়নি লস ব্লাঙ্কোসদের। তাই এ ম্যাচে আত্মবিশ্বাসী রিয়াল মাঠে নামবে ফেভারিট হিসেবেই।





