মেসির হ্যাটট্রিকে রোনালদোকে জবাব; রেকর্ডের দৌড়ে সমানে সমান দুই মহাতারকা

ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

রাতে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সকালে হ্যাটট্রিক করে চিরপ্রতিদ্বন্দ্বীর জবাব দিয়েছেন লিওনেল মেসি। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলছেন ফুটবলের দুই বরপুত্র। মেসি-রোনালদোর আরও এক রেকর্ডময় দিন।

‘এইজ ইজ জাস্ট আ নাম্বার’ লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো যেন তার পারফেক্ট পিকচার। বয়স তার নিয়ম মেনে বেড়ে চলছে। তবে, কমছে না এ দু’জনের ফুটবলীয় লড়াই। ওই যে বলা হয়, ‘ক্লাস ইজ পারমানেন্ট’। দু’জনই যেন এমন বাক্যের বাস্তব প্রতিচ্ছবি।

সৌদি প্রো লিগে রাতে দারুণ এক গোল করেছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৬০ মিনিটে তার নেয়া বুলেট গতির শট এফোঁড়-ওফোঁড় হয়ে বিঁধে আল নাসরের জালে। যদিও এক মিনিট আগেই পেনাল্টি মিস করেন সিআরসেভেন। তবু তাতে বড় জয় পেতে অসুবিধে হয়নি আল নাসরের।

এ নিয়ে কিংবদন্তি এ স্ট্রাইকারের গোলসংখ্যা দাঁড়ালো ৯৪৯। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে হাজার গোলের মাইলফলক ছোঁয়ার স্বপ্নপূরণে আর প্রয়োজন ৫১টি। ৪১ বছর বয়সেও যেভাবে ছুটছেন, তাতে এমন অবিশ্বাস্য রেকর্ড গড়া থেকে রোনালদোকে আটকাবে কে?

আরও পড়ুন:

ওদিকে চিরপ্রতিদ্বন্দ্বী যখন এমন এক কীর্তির সামনে দাঁড়িয়ে তখন পিছিয়ে থাকবেন কেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি? একজন মধ্যপ্রাচ্যে আর অন্যজন সুদূর আমেরিকায়, তবু দ্বৈরথ চলছে। রাতে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের জবাবে সকালে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। মেজর লিগ সকারে মৌসুমের শেষ ম্যাচ খেলতে নেমে তার হ্যাটট্রিক আর এক অ্যাসিস্টে ন্যাশভিলকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে ইন্টার মায়ামি। গেলো মৌসুমেও শেষ ম্যাচে হ্যাটট্রিক করা মেসি যেন ‘শেষ ভালো যার, সব ভালো তার’ প্রবাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

মৌসুমে ২৮ ম্যাচ খেলে ২৯ গোল আর ১৯ অ্যাসিস্ট, নিশ্চিতভাবেই মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারের পুরস্কারটা উঠছে আর্জেন্টাইন জাদুকরের হাতে। এমএলএসের ইতিহাসে ব্যাক টু ব্যাক এমভিপি জয়ের রেকর্ড নেই আর কারও। ৬ ম্যাচ কম খেলেও, সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন বুটটাও উঠছে ক্ষুদে জাদুকরের কেবিনেটে।

ম্যাচে একটি অ্যাসিস্টও এসেছে মেসির পা থেকে। এ নিয়ে তার অ্যাসিস্ট সংখ্যা ৩৯৯। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ৪০০ অ্যাসিস্টের রেকর্ড ছোঁয়া কেবল সময়ের অপেক্ষা। সঙ্গে নামের পাশে ৮৮৯ গোল তো আছেই! লিওনেল মেসির পরিসংখ্যান যে কারো কাছে অতিমানবীয় মনে হতেই পারে।

এফএস