অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফাইনাল নিশ্চিত আর্জেন্টিনা ও মরক্কোর

আর্জেন্টিনা ও মরক্কো
আর্জেন্টিনা ও মরক্কো | ছবি: সংগৃহীত
0

অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে কলোম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অপর ম্যাচে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে মরক্কো। একপাশে বিশ্ব ফুটবলের ইতিহাস-ঐতিহ্যের প্রতীক আর্জেন্টিনা, অন্যপাশে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফাইনালে ওঠে ইতিহাস লিখে ফেলা মরক্কো।

চিলির জাতীয় স্টেডিয়াম জুলিও মার্টিনেজ প্রাডানোসে আর্জেন্টিনা ও কলোম্বিায়ার কেউই পায়নি গোলের দেখা। তবে বিরতি থেকে ফিরে যেন জমে ওঠে ম্যাচ। আক্রমণ-পাল্টা আক্রমণে এগিয়ে যেতে থাকে খেলা। ম্যাচের ৭২ মিনিটে সুযোগ পেয়ে দলকে লিড এনে দেন মাতেও সিলভেত্তি। এরপর আর কোনো গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

আরও পড়ুন:

অপর সেমিফাইনালে ম্যাচের ৩২ মিনিটে ফ্রান্সের লিসান্দ্রু ওলেমেতার আত্মঘাতি গোলে এগিয়ে যায় মরোক্কো। বিরতির পর ৫৯ মিনিটে শোধ দেন লুকাস মিশেল। এরপর গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। বাড়তি সময়ে কোনো দল গোল না করতে পারলে টাইব্রেকারে যায় খেলা। সেখানে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মরোক্কো।

ইএ