পরিসংখ্যান আর চলতি আসরের ফলাফল অনুযায়ী এগিয়ে থাকবে আর্জেন্টিনা। কারণ বিশ্বকাপের চলতি আসরে গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচে জিতে সেমিতে উঠেছে আলবিসেলেস্তারা। আর কলম্বিয়ার বিপক্ষে সবশেষ পাঁচ দেখাতেও তিন ম্যাচেই জয় আর্জেন্টিনার।
আরও পড়ুন:
দিনের অন্য ম্যাচে ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজিয়েছে দু’দল। চলতি আসরে বেশ দাপুটের সঙ্গে ম্যাচ খেলে সুপার ফোরে উঠেছে ফ্রান্স এবং মরক্কো। তবে এর আগে কখনও মুখোমুখি মাঠে নামার রেকর্ড নেই এ দু’দলের।





