অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: সেমিফাইনালে ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা-ফ্রান্স

আর্জেন্টিনা ফুটবল দলের একাংশ
আর্জেন্টিনা ফুটবল দলের একাংশ | ছবি: রয়টার্স
0

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে সেমিফাইনালে ভিন্ন ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা এবং ফ্রান্স। বাংলাদেশ সময় আগামীকাল ( বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) ভোর ৫টায় কলম্বিয়া দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

পরিসংখ্যান আর চলতি আসরের ফলাফল অনুযায়ী এগিয়ে থাকবে আর্জেন্টিনা। কারণ বিশ্বকাপের চলতি আসরে গ্রুপ পর্বে টানা পাঁচ ম্যাচে জিতে সেমিতে উঠেছে আলবিসেলেস্তারা। আর কলম্বিয়ার বিপক্ষে সবশেষ পাঁচ দেখাতেও তিন ম্যাচেই জয় আর্জেন্টিনার।

আরও পড়ুন:

দিনের অন্য ম্যাচে ফাইনালে উঠার লক্ষ্য নিয়ে পরিকল্পনা সাজিয়েছে দু’দল। চলতি আসরে বেশ দাপুটের সঙ্গে ম্যাচ খেলে সুপার ফোরে উঠেছে ফ্রান্স এবং মরক্কো। তবে এর আগে কখনও মুখোমুখি মাঠে নামার রেকর্ড নেই এ দু’দলের।

এফএস