নিজের নামে প্রতিযোগিতা শুরুর ঘোষণা দিলেন মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

ক্ষুদে ফুটবলারদের জন্য নিজের নামে প্রতিযোগিতা শুরুর ঘোষণা দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। ডিসেম্বরেই মাঠে গড়াবে আন্তর্জাতিক এ প্রতিযোগিতার প্রথম আসর।

আন্তর্জাতিক এ টুর্নামেন্টে বার্সেলোনা এবং ইন্টার মায়ামি অ্যাকাডেমির ফুটবলাররাও অংশ নিচ্ছেন। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এ টুর্নামেন্টে থাকছে মোট আটটি দল। মায়ামি এবং বার্সেলোনা ছাড়াও এতে অংশ নিচ্ছে ম্যানচেস্টার সিটি, রিভারপ্লেট, ইন্টার মিলান, নিউওয়েজ ওল্ড বয়েজ, অ্যাতলেতিকো মাদ্রিদ এবং চেলসি।

আরও পড়ুন:

মেসি এবং তার ফাউন্ডেশন রোসারিও ফাইভ টু ফাইভ এর যৌথ উদ্যোগে শুরু হচ্ছে এ টুর্নামেন্ট। ডিসেম্বরের ৯ থেকে ১৪ তারিখের মাঝে অনূর্ধ্ব-১৬ পর্যায়ের এই টুর্নামেন্ট শুরু হবে। মূলত ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক ফুটবলের সঙ্গে যুক্ত করতেই এমন উদ্যোগের সূচনা বলে জানান মেসি।

ইএ