স্লোভাকিয়ার কাছে হার দিয়ে বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করা জার্মানি আজ নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে।
গ্রুপে ৩ দলেরই পয়েন্ট সমান হওয়ায় একটি হার যেকোনো দলকে ছিটকে দিতে পারে বিশ্বকাপের টিকিট সরাসরি পাওয়ার লড়াই থেকে।
আরও পড়ুন:
অন্যদিকে স্লোভেনিয়ার বিপক্ষে সুইজারল্যান্ড জিতলে এবং গ্রুপের অন্য ম্যাচে কসোভো পয়েন্ট হারালেই মূল পর্ব নিশ্চিত হবে সুইসদের।
অভিন্ন চিত্র ফ্রান্সের ক্ষেত্রেও। ‘ডি’ গ্রুপের ম্যাচে ফরাসিদের প্রতিপক্ষ আইসল্যান্ড। বেলজিয়াম ও ওয়েলসের ম্যাচও দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। যারাই হারবে, তারাই সরাসরি বিশ্বকাপে যাওয়ার লড়াই থেকে ছিটকে পড়বে।




