ফিনালিসিমা: আর্জেন্টিনা-স্পেন ম্যাচের সময়সূচি চূড়ান্ত

ফিনালিসিমায় আর্জেন্টিনা ও স্পেনের মাঝে অনুষ্ঠিত হবে ম্যাচ
ফিনালিসিমায় আর্জেন্টিনা ও স্পেনের মাঝে অনুষ্ঠিত হবে ম্যাচ | ছবি: সংগৃহীত
0

দীর্ঘ অপেক্ষার পালা শেষে চূড়ান্ত হয়েছে ফিনালিসিমার ভেন্যু ও সময়সূচি। কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়ামে ২০২৬ সালের ২৮ মার্চ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোজয়ী স্পেনের মাঝে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

লুসাইল স্টেডিয়ামেই ২০২২ ফিফা বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার আলবিসেলেস্তেদের সামনে আরেকটি ট্রফি জয়ের সুযোগ। যেখানে প্রতিপক্ষ হিসেবে মেসিরা পাচ্ছেন স্পেনকে।

আরও পড়ুন:

এবারের ফিনালিসিমায় বিশেষ আকর্ষণ হয়ে থাকবে বর্তমান সময়ের অন্যতম তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে মেসির মুখোমুখি লড়াই। মূলত আর্তেমিও ফ্রাঞ্চি কাপের পরিবর্তে গত শতাব্দীতে ফিনালিসিমা চালু করা হয়েছিল।

ইউরোপ ও দক্ষিণ আমেরিকার মহাদেশীয় প্রতিযোগিতার চ্যাম্পিয়নদের মাঝে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ইতালিকে হারিয়ে ফিনালিসিমার সবশেষ আসরের শিরোপাও জিতেছিল আর্জেন্টিনা।

ইএ