আজারবাইজানের বিপক্ষে শুরু থেকেই অধিপত্য ছিল ফ্রান্সের। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে লিড এনে দেন কিলিয়ান এমবাপ্পে, এরপর বিরতিতে যায় দুদল।
বিরতির পর ৬৯ মিনিটে এমবাপ্পের ক্রস থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাড্রিয়েন র্যাবিওট। ম্যাচের ৮৪ মিনিটে তৃতীয় গোলটি আসে দীর্ঘ ৬ বছর পর জাতীয় দলের হয়ে খেলতে নামা ফ্লোরিয়ান থাউভিনের কাছ থেকে।
আরও পড়ুন:
অন্য আরেক ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে ৪-০ তে জয় পেয়েছে জার্মানি। ম্যাচের ১৩ মিনিটে ডেভিট রাউমাসের গোলে লিড নেয় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এরপর পেনাল্টি থেকে গোল পেয়ে ব্যবধান বাড়ান অধিনায়ক জশুয়া কিমিখ। ৪৮ মিনিটে সের্গে জিনাব্রির তৃতীয় গোলের মিনিট দুইয়েক পর কিমিখের গোলে হালি পূর্ণ করে জার্মানি।





