গত মাসে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচেও মেসিকে বিশ্রামে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি। ইকুয়েডরের বিপক্ষে ওই ম্যাচটি ১-০ গোলে হেরে গিয়েছিল তারা।
তবে জয়ে ফেরার ম্যাচে ৩১ মিনিটে জিওভান্নি লো সেলসোর গোলে লিড নেয় আর্জেন্টিনা। পুরো ম্যাচ জুড়ে আলভারেজ-ফার্নান্দেজরা আধিপত্য দেখালেও আর কোনো গোলের দেখা পায়নি তারা।
আরও পড়ুন:
শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ে উৎরাতে না পারা ভেনেজুয়েলার বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
অক্টোবর উইন্ডোতে আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) পুয়ের্তো রিকোর বিপক্ষে পরের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা।





