দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ মার্কোস সেনেসি, লাউতারো রিভারো এবং আনিবাল মোরেনো। দলে ফিরেছেন লাউতারো মার্টিনেজ ও নিকো পাজ। মেসি, আরভারেজদের সাথে ফরোয়ার্ড লাইনে দায়িত্ব সামলাতে দেখা যাবে এ দুজনকে।
আরও পড়ুন:
মেজর লিগ সকারে খেলা রদ্রিগো দি পলও আছেন দলে। লিগ ওয়ান থেকে গোলরক্ষক জিরোনিমো রুলি, লিওনার্দো বালের্দির সাথে বরাবরের মতো দলে রয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো।
যুক্তরাষ্ট্রের মায়ামিতে ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর শিকাগোতে ১৩ অক্টোবর পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবেন মেসিরা।





