গত সোমবার লিগ আঁতে মাশেইয়ের বিপক্ষে ১-০ গোলে পরাজয়ের ম্যাচে পুরোটা সময় খেলেন মার্কিনিয়োস। আগামী শনিবার লিগের পরের ম্যাচে অঁজির বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছিলো দল।
আরও পড়ুন:
একদিন আগেই মার্কিনিয়োসের বাঁ ঊরুর চোটের খবর জানায় প্যারিসের ক্লাবটি। ক্লাবের বিবৃতিতে জানানো হয় আগামী কয়েক সপ্তাহ চিকিৎসা চলবে ৩১ বছর বয়সী এ সেন্টার-ব্যাকের। রোমা থেকে ২০১৩ সালে পিএসজিতে যোগ দিয়ে, ক্লাবটির হয়ে লিগ আঁ তে ৩০০ টির বেশি ম্যাচ খেলেছেন মার্কিনিয়োস। ইউরোপ সেরার মুকুট ধরে রাখার অভিযানে আতালান্তাকে ৪-০ গোলে গুঁড়িয়ে শুরুটা দারুণ করেছে পিএসজি।
তবে বার্সেলোনা ম্যাচের আগে চোট সমস্যা ভাবিয়ে তুলেছে তাদেরকে। আগে থেকেই বাইরে আছেন গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড় এবারের ব্যালন ডি'র জয়ী উসমান দেম্বেলে, ফরোয়ার্ড দিজিরে দুয়ে ও মিডফিল্ডার জোয়াও নেভেস।





