জাবি আলোনসো অধীনে এবারের মৌসুমে দারুণ শুরু পেয়েছে রিয়াল। লিগে এখন পর্যন্ত খেলা ৫ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে মাদ্রিদিস্তারা। এর আগে, গত ২০ সেপ্টেম্বর এসপানিওলকে ২-০ গোলে হারায় স্প্যানিশ জায়ান্টরা।
আরও পড়ুন:
অন্যদিকে, লেভান্তের শেষ লিগ ম্যাচে জিরোনার বিপক্ষে বড় জয় পেলেও শেষ ৫ ম্যাচে তাদের রেকর্ড হতাশার-ই বলা যায়। শেষ ৫ ম্যাচে ১টি জয় ও ১টি ড্রয়ের বিপরীতে হার ৩টিতে।
মুখোমুখি পরিসংখ্যানেও নেই আশার আলো। ৩০ বারের দেখায় লেভান্তে জয় পেয়েছে ৬টি ম্যাচে, বিপরীতে রিয়াল জিতেছে ২০টি ম্যাচ এবং বাকি চারটি ড্র।





